১৪১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অভিষেক পকেট থেকে কী লেখা বের করেছিলেন?

১ সপ্তাহে আগে
গত আইপিএলে ব্যাটকে ছুরি বানিয়ে বোলারদের কচুকাটা করেছেন। কিন্তু এবার ব্যাট হাসছিলো না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের পর পঞ্চম ম্যাচেও অভিষেক শর্মা ব্যর্থই রয়ে যান। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে হাসলো তার ব্যাট, হাসলো বললে সঠিক অর্থটা ঠিক প্রকাশ হয় না, বোলারদের ওপর দিয়ে ধ্বংসলীলা চালিয়েছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাজিব গান্ধী স্টেডিয়ামে গতকাল মাত্র ৫৫ বলে ১৪১ রান করেছেন অভিষেক। বিধ্বংসী ইনিংসে বাউন্ডারির ফুলঝুরি থাকবে, সেটাই স্বাভাবিক, ১৪ চার ও ১০ ছয়ের মারে ইনিংস সাজান তিনি। আইপিএলে এটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড, যা এতদিন লোকেশ রাহুলের দখলে ছিল। ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৯ বলে ১৩২ রান করেছিলেন তিনি।


রাহুলের রেকর্ড দখলে নেওয়ার যাত্রায় অভিষেক ৪০ বলেই সেঞ্চুরিতে পৌঁছেছিলেন। এরপর পকেট থেকে একটা কাগজ বের করে উঁচিয়ে ধরেন। কী লেখা ছিলো সেই কাগজে? এতে লেখা ছিল ‘এটা অরেঞ্জ আর্মির (হায়দরাবাদের সমর্থকদের ডাকনাম) জন্য’।


আরও পড়ুন: ৪৯২ রানের ম্যাচে অভিষেক ঝড়ে উড়ে গেল পাঞ্জাব


ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে একটি মজার তথ্য শেয়ার করেছেন অভিষেকের ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড। মজা করে তিনি বলেন, ‘ছয় ম্যাচ ধরে ওর পকেটে কাগজটি রয়েছে। আজ রাতে এটি বের হয়েছে, খুশি হলাম। খারাপ না, বিজয়ী হতে পেরে ভালো লাগলো। ব্যতিক্রমী রাত। আমাদের এটার প্রয়োজন ছিলো।’


অভিষেক বলেছেন, লেখাটা পাঞ্জাব ম্যাচের আগেই লিখেছিলেন তিনি। তার ভাষায়, ‘আমি আজকেই এটা লিখেছি। ঘুম থেকে উঠে প্রায়ই কিছু লিখি। হঠাৎ মাথায় চিন্তা আসলো, আজকে যদি কিছু করি, তবে এটা অরেঞ্জ আর্মিদের জন্য হবে। ভাগ্য ভালো, আজকেই সেই দিন।’


অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে হায়দরাবাদ তাড়া করেছে আইপিএলে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পাঞ্জাবের ২৪৬ রানের লক্ষ্য তাড়া ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে পেরিয়েছে। প্রথম স্থানে আছে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাবের ২৬২ রান তাড়া করে জয়টি।

]]>
সম্পূর্ণ পড়ুন