১২ মিনিটের দৃশ্য কর্তন করে ছাড়পত্র পেল ‘বরবাদ’

৩ সপ্তাহ আগে
আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তায় ছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’। তবে সে অনিশ্চয়তা কাটিয়ে ছাড়পত্র পেয়ে ঈদেই দর্শক মাতাতে প্রেক্ষাগৃহে আসেছে আলোচিত সিনেমাটি।

‘বরবাদ’ সিনেমার ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী নওশাবা আহমেদ। 

 

তিনি বলেন,

সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রেখে ‘বরবাদ’ সিনেমার সংশোধিত কপি জমা দিতে বলা হয়। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, আসলে তা মোটেও তেমন নয়।

 

আরও পড়ুন: ‘বরবাদ’ নিয়ে সার্টিফিকেশন বোর্ডের সামনে শাকিবিয়ানদের একদফা দাবি

 

নওশাবা আরও বলেন,

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ২৪ মার্চ ছবিটি জমা পড়ে। কিন্তু ভয়ংকর গলা কাটা দৃশ্যসহ অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্যের কারণে কিছু দৃশ্য কেটে সংশোধন কপি জমা দেয়ার কথা জানানো হয়। ১২ মিনিট কাটিং করে সংশোধিত কপি আজ মঙ্গলবার (২৫ মার্চ) জমা দিলে সিনেমাটি দেখার পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: তামিমকে নিয়ে শাকিবের ফেসবুক পোস্ট

 

‘বরবাদ’ সিনেমা ছাড়পত্র পাওয়ায় এবারের ঈদে শাকিব অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শাকিব খান অভিনীত অন্য সিনেমাটির নাম ‘অন্তরাত্মা’। গত ২৪ মার্চ আটকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন