২০২৩ সালে দলের বাজে পারফরম্যান্সের পর তিন ফরম্যাটের নেতৃত্ব হারান বাবর আজম। টেস্টের দায়িত্ব পান শান মাসুদ। তার ক্যাপ্টেন্সিতে পাকিস্তান বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সব মিলিয়ে ১২টি টেস্টে শান মাসুদ দলকে জিতিয়েছেন মাত্র ৩টিতে, হারের সংখ্যা ৯।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯ দলের মধ্যে নবম হয়ে মৌসুম শেষ করেছে পাকিস্তান। পিসিবি সন্তুষ্ট থাকবে কী করে! ক্রিকেট পাকিস্তান বলছে, তারা মাসুদকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চাইছে। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে তাদের চাওয়া বাস্তবায়ন হতে পারে। যদিও পিসিবি এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে বাংলাদেশ?
শান মাসুদের জায়গায় পাকিস্তান চিন্তা করছে সৌদ শাকিলের নাম। মিডলঅর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে আবির্ভুত হয়েছেন তিনি। ২০২২ সালে অভিষেকের পর থেকে পঞ্চাশের বেশি গড়ে রান করছেন। ১৯ টেস্টে তার রানসংখ্যা ১৬৫৮। ৪ শতকের পাশাপাশি তিনি করেছেন ৯টি অর্ধশতকও।
পিসিবি নিবার্চকরা নাকি সৌদ শাকিলকে অধিনায়ক হিসেবে লম্বা সময়ের জন্য বিবেচনা করছেন। পিএসএল অধিনায়ক হিসেবে শাকিলের রেকর্ডও ভালো। তার অধীনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে। ৯ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। এরইমধ্যে তারা প্লেঅফের টিকিটও পেয়ে গেছে।
শুধু নেতৃত্বে নয়, পাকিস্তান টেস্টের কোচিং প্যানেলেও বদল আনার কথা ভাবছে।