মেসি-রোনালদোকে একই দলে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট

৪ ঘন্টা আগে
আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি জায়গা করে নিলেও, সুযোগ পায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। তবে টুর্নামেন্টটিতে পর্তুগিজ তারকার অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে রাখলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন, মেসি-রোনালদোকে একই দলে দেখতে চান তিনি।

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে গত বছরও কোনো আগ্রহই ছিল না ফুটবল ক্লাবগুলোর। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় বাজার ইউরোপে এ নিয়ে ছিল না কোনো উচ্চবাচ্য। পুরো দুনিয়ার বিভিন্ন মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে খেলা হওয়ার কথা থাকলেও গুরুত্ব এবং ব্যস্ততা বিবেচনায় সেমির আগে দেখা পাওয়া যেত না চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের।

 

তবে, এবার সময় বদলেছে। নতুন ফরম্যাটে জাঁকজমকপূর্ণভাবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আসর। ইউরোপীয় ফুটবলের প্রায় সব লিগ শেষের পথে। এখন তাই আলোচনার কেন্দ্রে ক্লাব বিশ্বকাপ। যেখানে দ্যুতি ছড়ানোর অপেক্ষায় আছেন ফুটবল বিশ্বের বড় তারকারা। আলোচনায় আছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের সায়াহ্নে থাকলেও এখনো তাদের নিয়ে আবেদন কমেনি বিন্দু পরিমাণও। তবে আক্ষেপের বিষয়, মেসির মায়ামি ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিলেও সুযোগ পায়নি রোনালদোর আল নাসর।

 

অবশ্য ফিফা সভাপতি বলছেন, আল নাসর সুযোগ না পেলেও অন্য দলের হয়ে খেলতে পারেন রোনালদো। এ টুর্নামেন্টে খেলার জন্য দলবদলের সুযোগ রেখেছে ফিফা।

 

সম্প্রতি আমেরিকান ইন্টারনেট ব্যক্তিত্ব ড্যারেন জ্যাসন ওয়াটকিন্স জুনিয়র যিনি আইশোস্পিড নামে পরিচিত, তার সঙ্গে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো কোনো একটি দলের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কে জানে, হয়তো কোনো ক্লাব টুর্নামেন্টটির জন্য তার প্রতি আগ্রহ দেখাতে পারে। এখনো কিছু সময় বাকি আছে। এটা দারুণ হবে।’

 

আরও পড়ুন: প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত লাউতারো-কেইন

 

আলোচনার এক ফাঁকে ফিফা সভাপতিকে দুই জনের মধ্যে একজনকে বেছে নিতে বলেন আইশোস্পিড। তবে ইনফান্তিনো বেছে নেন দুজনকেই।

 

ফিফা সভাপতি বলেন, ‘শুনো, দুজনই সেরা খেলোয়াড়, অবিশ্বাস্য খেলোয়াড়। যদি তুমি পর্তুগিজ হও, তাহলে রোনালদোকে বেছে নেবে, যদি আর্জেন্টাইন হও তাহলে মেসিকে। কিন্তু তুমি যদি ফুটবলের সমর্থক হও তুমি দুজনকেই বেছে নেবে। কারণ তুমি খেলাটাকে ভালোবাসো।’

 

এরপর তো ইনফান্তিনো সবাইকে চমকে দেওয়ার মতো মন্তব্য করেন। ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে দেখার ইচ্ছের কথা জানান তিনি।

 

ফিফার অভিভাবক বলেন, ‘আমি দুজনকে একসঙ্গে খেলতে দেখতে চাই। কল্পনা করো, দুজন একই দলে খেলছে। সেটা বিশেষ কিছু হবে।’

 

আরও পড়ুন: ইন্টারকে আক্ষেপে পুড়িয়ে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

 

ক্লাব বিশ্বকাপের আগে যদি ইন্টার মায়ামি রোনালদোকে দলে ভেড়ায় তাহলে ফিফা সভাপতির কল্পনা বাস্তবে রূপ নিতেও পারে। তিনি অবশ্য জানিয়েছেন, ভবিষ্যতে ফিফা দল বানিয়ে সেখানে দুজনকে একসঙ্গে খেলাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন