হামবুর্গের পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা হামবুর্গের প্রধান রেলস্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্লাটফর্মে এক নারী হঠাৎ করে ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে ট্রেন থামতেই হামলাকারী নারী ধারালো ছুরি দিয়ে একের পর এক যাত্রী ও সাধারণ মানুষকে এলোপাতাড়ি জখম করে। একপর্যায়ে বেশ কয়েকজন যাত্রী হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করে।
আরও পড়ুন: জার্মান চ্যান্সেলর নির্বাচিত হলেন ফ্রিডরিশ ম্যার্ৎস
চিৎকার শুনে ছুটে আসে আশেপাশে থাকা পুলিশ, নিরাপত্তারক্ষী ও রেলকর্মীরা। আটক করা হয় হামলাকারীকে। উদ্ধার করা হয় রক্তমাখা ছুরি।
সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে জানায় হামবুর্গ পুলিশের এক মুখপাত্র। ৩৯ বছর বয়সি হামলাকারীর বিরুদ্ধে অতীতে অপরাধের কোন অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কি উদ্দেশ্যে এই হামলা তা এখনো পরিষ্কার নয় বলে জানান পুলিশের এক কর্মকর্তা।
আরও পড়ুন: নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিলো জার্মানি
এদিকে হামলার পরপরই বন্ধ রাখা হয় দূর ও স্বল্প পাল্লার সব ধরনের রেল যোগাযোগ। এতে ভোগান্তির শিকার হন হাজারো যাত্রী। আহতদের প্রতি গভীর সমবেদনা জানায় রেল কর্তৃপক্ষ ডয়েচে বান।
]]>