১১৭ কোটি টাকায় নেত্রকোণা-ময়মনসিংহে হবে দুটি সারের গুদাম

৬ দিন আগে
সার মজুতের জন্য নতুন করে দুটি গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি নেত্রকোণায়, অপরটি ময়মনসিংহে নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় নেত্রকোণায় একটি ও ময়মনসিংহে একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

 

আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আসবে আরেক কার্গো এলএনজি

 

যৌথভাবে এআইএল এবং এসসিএল’র মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২০০ টাকা। প্যাকেজের আওতায় নেত্রকোণায় একটি ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা এবং ময়মনসিংহে একটি ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গুদাম নির্মাণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন