মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় আইন অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার মাহমুদ, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. কে আহমেদ আলম।
জাতীয় আইন অলিম্পিয়াডে আইনি কুইজ, কেস বিশ্লেষণ এবং সম্মেলন ও সেমিনার নামে তিনটি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
আয়োজিত এই অনুষ্ঠানটি টেকসইতা, ন্যায়বিচার ও মানবাধিকার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নিরাপত্তার মতো সমসাময়িক আইনি বিষয়গুলির উপর আলোকপাত করা হয়।
১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৯০ জন কুইজ বিভাগে, ১৮ জন কেস বিশ্লেষণ দল এবং ১৭ জন গবেষণাপত্র উপস্থাপক, লিখিত পরীক্ষা, মামলা বিতর্ক এবং আইন ক্ষেত্রের সম্মানিত আইনজীবি এবং শিক্ষাবিদদের দ্বারা বিচারিত গবেষণা আলোচনায় অংশগ্রহণ করে।
আরও পড়ুন: কুমিল্লায় বসতঘরের মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল জমিদারের স্থাপনা
কেস বিশ্লেষণে ১০টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৮টি দলের মধ্যে তিন রাউন্ডের প্রতিযোগিতামূলক মৌখিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া লিগ্যাল কুইজ প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে প্রথম রাউন্ডে ৯০ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ২০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হয়। পরে তাদেরকে আবার একটি বুজার রাউন্ডে পরীক্ষা করা হয়েছিল যেখানে শীর্ষ ৫ জন কুইজ মাস্টার হিসেবে বিবেচনা করে তাদেরকে পুরস্কৃত করা হয়।
আইন কুইজ বিভাগ ও কেস বিশ্লেষণ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সম্মেলন ও সেমিনার বিভাগে প্রথম স্থান অধিকার করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।
আরও পড়ুন: কুমিল্লায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০টি ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন, ‘আইন ও বিচার বিভাগ প্রথম বারের মতো ক্যাম্পাস ভিত্তিক আইন অলিম্পিয়াড আয়োজন করেছে, এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের জ্ঞানের আদান প্রদান করতে সক্ষম হয়েছে বলে আমার বিশ্বাস। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’