খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষে প্রাণ গেল তিন জনের, হাসপাতালে ৪

৩ ঘন্টা আগে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মাহিন্দ্রা (তিন চাকার যান) ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

এ সময় আরো ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: খুলনায় স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে দুর্বৃত্তের গুলি

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

 

তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরীর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন