১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

২ দিন আগে
ভবনের ১১ তলা থেকে পড়ে মারা গেলেন গ্যাবন স্ট্রাইকার অ্যারন বওপেনজা। চীনের ওই ভবনটিতে বাস করতেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মারিয়াস সুমুদিকা। তুরস্কে লিগে খেলার সময় বওপেনজার কোচ ছিলেন সুমুদিকা।

 

তবে ওত উঁচু স্থান থেকে বওপেনজা কীভাবে পড়ে গেলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চাইনিজ পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। দুর্ঘটনাবশত পড়ে গেছেন অথবা কেউ ধাক্কা দিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

 

এদিকে আফ্রিকান সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, দুর্ঘটনার আগে নিজের ভাইয়ের সঙ্গে বওপেনজার ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল।

 

আরও পড়ুন: চাকরি হারালেন সেভিয়ার কোচ

 

২৮ বছর বয়সী এ স্ট্রাইকার বিশ্ব ফুটবলে আলোচনায় এসেছিলেন ২০২০-২১ মৌসুমে। তুর্কিশ সুপার লিগে ওই মৌসুমে ২২ গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি।

 

ওই মৌসুমের পর তিনি কাতারের লিগে চলে যান। এরপর সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও রোমানিয়া হয়ে চলতি বছর চীনে পাড়ি জমান। সেখানে চাইনিজ ক্লাব জেইজিয়াংয়ের হয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৪টি।

 

ট্রান্সফারমার্কেটের তথ্যমতে, ক্লাব ক্যারিয়ারে ৮৭ গোল করার পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করেছেন বওপেনজা। এছাড়া গ্যাবন জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচ খেলে ৮ গোল করেছেন তিনি।

 

আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দুই তারকার বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ, হচ্ছে তদন্ত

 

তার মৃত্যুতে গ্যাবন জাতীয় দল ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন শোক প্রকাশ করেছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন