স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সবাইকে অব্যাহতির আদেশ দেন।
ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঝালকাঠির রাজাপুরে একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
আরও পড়ুন: জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা গোলাম পরওয়ারের
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় মিথ্যা মামলায় আমাকে আসামি করা হত। এটিও একটি মিথ্যা মামলা। এই মামলায় অনেকে দীর্ঘ দিন জেল খেটেছেন। গত বছরের ৫ আগস্টের পর এই মিথ্যা মামলা থেকে তদন্তপূর্বক অব্যাহতির জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রথমে আইন মন্ত্রণালয়ে আবেদন করি। পরে তদন্তে বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে আইন মন্ত্রণালয়ে মামলা খারিজসহ সবাইকে অব্যাহতির দেয়ার জন্য আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে। অবশেষে বুধবার মামলা খারিজসহ আমরা সবাই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাই।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১০ পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·