নিহত ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কয়েক দিন ধরে শ্রমিক হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মিতব্য ভবনে কাজ করছিলেন সাদিকুল। শনিবার ১০ তলায় কাজ করছিলেন তিনি। বিকেল ৪টার দিকে পা পিছলে সেখান থেকে পড়ে যান সাদিকুল। তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে সাদিকুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীন শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন। মরদেহ হাসপাতালে আছে।
আরও পড়ুন: জাতীয় বার্ন ইনিস্টিটিউটের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনাটি থানায় কিছু জানানো হয়নি। জানানো হলে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়া হবে।