এ দিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
অভিযুক্ত গোলজার হোসেন বেড়ার শেখপাড়া মহল্লার মৃত সুলতান শেখের ছেলে।
এলাকাবাসী জানান, শিশুটি ইফতারের আগ মুহূর্তে অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে ফিরছিল। এ সময় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন গোলজার। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
পরে শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।