রোববার (১১ মে) সেন্ট জেমস পার্কে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। এদিন প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির স্ট্রাইকার নিকো জ্যাকসন। ফলে ম্যাচের বেশিরভাগ সময় ১০জন নিয়ে খেলতে হয়েছে ব্লুদের।
ঘরের মাঠে বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ম্যাগপাইরা এগিয়ে ছিল। ১৫ শটের ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে নিউক্যাসল। অন্যদিকে চেলসির ১০ শটের ৩টি লক্ষ্যে ছিল।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নিউক্যাসল। মারফির নিচু করে বাড়ানো বল থেকে গোল করেন সান্দ্রো টোনালি। চলতি লিগে এটি এই মিডফিল্ডারের চতুর্থ গোল। ব্লুদের বিপক্ষে ম্যাগপাইদের এটিই দ্রুততম প্রিমিয়ার লিগ গোল।
আরও পড়ুন: সাউদাম্পটনের কাছে পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টিকিটের শঙ্কা তৈরি করলো সিটি
তবে গোল ছাপিয়ে প্রথমার্ধের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৩৭ মিনিটে। একে আলোচিত বলার চেয়ে বিতর্কিত বলাই ভালো অবশ্য। চেলসির নিকো জ্যাকসন নিউক্যাসলের সেন্টারব্যাক বোটমানকে কনুই মেরে লাল কার্ড দেখেন।
রেফারি অবশ্য প্রথমে জ্যাকসনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেন তিনি।

তবে ১০জনের দল নিয়েই এ সময় ঘুরে দাড়ানোর চেষ্টা করে চেলসি। বেশ কিছু আক্রমণ শানায় তারা, কিন্তু গোলের দেখা আর পায়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা এগিয়েছে। তবে গোলের দেখা মিলছিল না। দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের চারজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো গিমারেস।
আরও পড়ুন: আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিত করেছেন রোনালদো
ডান প্রান্ত থেকে নেয়া টোনালির ফ্রি-কিক বার্নের পা ঘুরে পৌছে গিমারেসের পায়ে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দূরপাল্লার শট চেলসির এক খেলোয়াড়ের গায়ে লেগে হালকা দিক পাল্টে জালে জড়ায়। চলতি মৌসুমে এই মিডফিল্ডার ৩৬ ম্যাচে ৫টি গোল ও ৬টি অ্যাসিস্ট করলেন।
এই মৌসুমে এটি লিগে নিউক্যাসলের ২০তম জয়। প্রিমিয়ার লিগে এই প্রথম তারা কোনো মৌসুমে ২০টি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ম্যাগপাইরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার পথে অনেকটাই এগিয়ে গেল।
সমান ম্যাচে ১৮ জয় ও ৯ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি।