নিষ্প্রভ মেসি, পয়েন্ট হারাল মায়ামি

৭ ঘন্টা আগে
খেললেন পুরো ৯০ মিনিট। দল গোল করল ৩টি। তবে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। ৬ গোলের থ্রিলার ম্যাচটি সান হোসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছেন ইন্টার মায়ামি।

সান হোসের আর্থকোয়েক স্টেডিয়ামে প্রথম হাফেই পাঁচ গোল দেখে দর্শকরা। যেখানে স্বাগতিকদের গোল তিনটি। কিন্তু পিছিয়ে ছিল না মায়ামিও। তারাও দুই গোল শোধ দিয়েছে প্রথম হাফে।


গোলের শুরুটা করে মায়ামি'ই। স্বাগতিকরা কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের উদ্বোধনী মিনিটেই গোল করেন ফ্যালকন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি সান হোসে। ম্যাচের তৃতীয় মিনিটেই আরাঙ্গো স্বাগতিকদের সমতায় ফেরান।


ম্যাচের ৩৭তম মিনিটে প্রথমবার লিড পায় সান হোসে। লেরক্স গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৪৪তম মিনিটে অ্যালেন্ডে স্কোর লাইন ২-২ করেন। তবে প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় সান হোসে। প্রথম হাফে বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে সান হোসের হয়ে গোল করেন ইয়ান হার্কস।


আরও পড়ুন: ক্যারিয়ার সেরা গোলের চিত্রকর্ম বিক্রির টাকা দান করবেন মেসি 


দ্বিতীয় হাফের সপ্তম মিনিটে অ্যালেন্ডে নিজের দ্বিতীয় ও মায়ামির তৃতীয় গোলটি করলে ম্যাচ ৩-৩ সমতায় দাঁড়ায়। এরপর কোনো দল আর গোলের দেখা পায়নি। পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।


১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষোলো নম্বর স্থানে সান হোসে।

]]>
সম্পূর্ণ পড়ুন