দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্তানে দক্ষিণ সিটির নগর ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণের সাধারণ জনগণ। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচির নির্ধারিত সময়ের আগেই ভবনের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন সমর্থকরা। তাদের দাবি, বিলম্ব না করে শপথ গ্রহণের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করতে হবে।
সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র শূন্য হওয়ায় স্বাভাবিক নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
আদালতের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল না করার পরেও শুধুমাত্র সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পারছে না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। তাই সরকারের টালবাহানা বন্ধ করে অনতিবিলম্বে তাকে মেয়র পদে কাজ করার সুযোগ না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা।
এদিকে, বুধবার (১৪ মে) ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী।
আরও পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণার রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়।
গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)।
পরে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।
]]>