তবে মেসি একাই নন, তার সঙ্গে এই বুট জোড়া পরবেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০ জন তরুণ প্রতিভাবান ফুটবলার। আর সেই ১০ জন বেছে নিয়েছেন মেসি নিজে।
তালিকায় সবার আগে বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামালকে রেখেছেন মেসি। শুধু তাই নয়, স্প্যানিশ এই তরুণকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
তিনি বলেন, 'লামিন একজন অসাধারণ খেলোয়াড়। যে দক্ষতা সে দেখিয়েছে ইতোমধ্যে...সে ইউরোপের চ্যাম্পিয়ন এবং ভবিষ্যতে সে তার খেলার ধার আরও বাড়াবে, যেমনটা আমি করেছিলাম যখন আমি ডান পায়ে খেলতে শুরু করলাম। লামিনের প্রতিভা আছে। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।'
আরও পড়ুন: বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও যে কারণে পারেননি মেসি
পুরুষ এবং নারী ফুটবলার মিলিয়ে আরও ৯ জনকে বেছে নিয়েছেন মেসি। তারা হলেন-
কাভান সুলিভান (ফিলাডেলফিয়া ইউনিয়ন)
ক্লদিও এচেভেরি (রিভার প্লেট)
জেডন শ (সান ডিয়েগো ওয়েভ)
অ্যান্টলিও নুসা (ক্লাব ব্রাগ)
জোয়েল এনডালা (নটিংহাম ফরেস্ট)
ভিকি লোপেজ (বার্সেলোনা ফেমিনি)
কেনান ইয়েলদিজ (জুভেন্টাস)
আসান ওয়েড্রাওগো (আরবি লাইপজিগ)
এলিসে বেন সেগির (মোনাকো)
]]>