সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই চার জেলার পুলিশ সুপারদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফেকুর রহমান।
তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
আরও পড়ুন: ইলিয়াস আলী নিখোঁজের পর সংঘর্ষ, ১৩ বছর পর মামলা
বাংলাদেশ-ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মতো বাংলাদেশেও বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা।
সিলেট বিভাগের প্রতিটি জেলা ভারতের সীমান্তঘেঁষা হওয়ায় এই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ রোধ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এড়াতে সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
]]>