১-১২তম নিবন্ধনধারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

২ দিন আগে
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৬৬টি মামলায় হেরে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের নিয়োগ না দিতে নির্দেশনা দেয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় সঙ্গে জরুরি সভা করে এনটিআরসিএ। ওই সভায় নিয়োগ না দিতে এ সিদ্ধান্ত গ্রহণের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন।

 

সভায় ১-১২তম নিবন্ধনধারীদের আদালতে ১৬৬টি মামলায় হেরে যাওয়া, বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়গুলো সচিবকে অবহিত করা হয়। পরে সচিব তাদের নিয়োগ না দিতে নির্দেশনা দেন।

 

আরও পড়ুন: প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য, পদোন্নতি নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-২), এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ উপস্থিত ছিলেন।

 

সভা সূত্রে জানা যায়, ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর কাছে জানতে চান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

 

এ সময় ১-১২তম নিবন্ধনধারীদের কোর্টে ১৬৬টি মামলায় হেরে যাওয়া, বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়গুলো সচিবকে অবহিত করা হয়। পরে সচিব তাদের নিয়োগ না দিতে নির্দেশনা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন