১ ওভারে ৬ ছক্কা মেরে ৪ কোটিতে দল পাওয়া কে এই প্রিয়াংশ?

৪ সপ্তাহ আগে
আইপিএলের মেগা নিলামে প্রিয়াংশ আর্য-এর ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ। দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস তাকে নিয়ে পেতে লড়াই চালিয়েছে বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস, যা অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তবে কে এই প্রিয়াংশ আর্য? যাকে নিয়ে ফ্র্যাঞ্জাইজিগুলো রীতিমতো কাড়াকাড়ি করেছে।

গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের ৬ বলে ৬টি ছক্কা মারেন প্রিয়ংশ। টুর্নামেন্টে ১০ ইনিংসে সর্বোচ্চ ৬০৮ রান করেন বাঁহাতি এই ওপেনার। তিনি ব্যাট করেছেন ১৯৮.৬৯ স্ট্রাইকরেটে। ১০ ইনিংসে ছিল ৪টি হাফ-সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। মোট ছক্কা হাঁকান ৪৩টি। 

 

আরও পড়ুন: তাসকিনের স্ত্রী’র আবেগঘন পোস্ট

 

দিল্লি প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স করে তিনি সুযোগ পান সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও। দিল্লির হয়ে এই টুর্নামেন্টে নিলামের ঠিক আগের দিন ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ। 

 

 

6️⃣ 𝐒𝐈𝐗𝐄𝐒 𝐢𝐧 𝐚𝐧 𝐨𝐯𝐞𝐫 🤩

There’s nothing Priyansh Arya can’t do 🔥#AdaniDPLT20 #AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/lr7YloC58D

— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024

 

 

আইপিএলের দল পাওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত প্রথম শ্রেণির কোনও ম্যাচ খেলেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন মোট ৫টি। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১১টি। 

 

আরও পড়ুন: এবারের আইপিএল মেগা নিলামের ১০ দামি খেলোয়াড়

 

প্রিয়াংশ আর্য-এর সঙ্গে ভারত জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের একটি সম্পর্ক আছে। গম্ভীরের সাবেক কোচ সঞ্জয় ভরদ্বাজের অধীনে অনুশীলন করেন প্রিয়াংশ। তার বাবা-মা দুজনেই দিল্লির একটি সরকারি স্কুলের শিক্ষক।  

]]>
সম্পূর্ণ পড়ুন