গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের ৬ বলে ৬টি ছক্কা মারেন প্রিয়ংশ। টুর্নামেন্টে ১০ ইনিংসে সর্বোচ্চ ৬০৮ রান করেন বাঁহাতি এই ওপেনার। তিনি ব্যাট করেছেন ১৯৮.৬৯ স্ট্রাইকরেটে। ১০ ইনিংসে ছিল ৪টি হাফ-সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। মোট ছক্কা হাঁকান ৪৩টি।
আরও পড়ুন: তাসকিনের স্ত্রী’র আবেগঘন পোস্ট
দিল্লি প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স করে তিনি সুযোগ পান সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও। দিল্লির হয়ে এই টুর্নামেন্টে নিলামের ঠিক আগের দিন ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ।
আইপিএলের দল পাওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত প্রথম শ্রেণির কোনও ম্যাচ খেলেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন মোট ৫টি। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১১টি।
আরও পড়ুন: এবারের আইপিএল মেগা নিলামের ১০ দামি খেলোয়াড়
প্রিয়াংশ আর্য-এর সঙ্গে ভারত জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের একটি সম্পর্ক আছে। গম্ভীরের সাবেক কোচ সঞ্জয় ভরদ্বাজের অধীনে অনুশীলন করেন প্রিয়াংশ। তার বাবা-মা দুজনেই দিল্লির একটি সরকারি স্কুলের শিক্ষক।
]]>