আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত

১৫ ঘন্টা আগে
সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

 

প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এ হামলা হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আর এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

 

আরও পড়ুন: সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত জানালেন জোলানি

 

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

 

আরও পড়ুন: সিরিয়ায় পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রীর পদে বিদ্রোহীরা

 

চলতি মাসেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে ঝোড়ো আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল–আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন