চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ আজ ক্লাব ব্রুগকে ৪-০ গোলে হারিয়েছে। এই ৪ গোলের একটি কেনের। ৫ গোল নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা, লিগে ১২ গোল নিয়ে সবার শীর্ষে। সব মিলিয়ে ক্লাব ফুটবলে এই মৌসুমের প্রথম ১২ ম্যাচে ২০ গোল করলেন তিনি। এটা এমন এক কীর্তি, যা কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নেই।
‘অপটা’ ব্রিটিশ ক্রীড়া বিশ্লেষণ সংস্থা। তাদের তথ্যমতে, কোনো মৌসুমের শুরু থেকে ২০ গোল করতে রোনালদোর লেগেছে ১৩ ম্যাচ, মেসির ১৭। পর্তুগিজ তারকা ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকাকালীন ওই কীর্তি করেছিলেন।
আরও পড়ুন: প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে জিতলো চেলসি, লিভারপুল ও বায়ার্ন
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষে হ্যারি কেন স্কাই স্পোর্টসের কথা বলেছেন। ‘অবশ্যই, আমি গোল করতে এবং দলকে সাহায্য করতে প্রস্তুত...। নিজের পেনাল্টি এরিয়ায় নেমেছি...। এখানে অনেক ভালো ভালো ব্যাপার ছিলো। এখন আমি শারীরিকভাবে ভালো বোধ করছি। আমি সামগ্রিকভাবে আমার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। সবসময় ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি- কীভাবে খেলতে চাই এবং কীভাবে আমরা একসাথে কাজ করি তা জেনে নেয়া। দলের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। সবাই সবসময় তাদের সেরাটা দেয়। এটি একটি মূল্যবান সম্পদ।’
হ্যারি কেন ক্লাব ফুটবলের এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন ২০২৩০২৪ মৌসুমে। লিগে ৩৬ ও চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোলসহ মোট ৪৪ গোল করেছিলেন তিনি। সেই মাইলফলক কি এবার পার করতে পারবেন?

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·