হোম সিরিজ দিয়ে নতুন চক্র শুরু করা দারুণ সুযোগ: সিলভা

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (১৭ জুন) মাঠে নামবে এই দুই দল। তবে ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট তুলে নিতে চায় লঙ্কানরা। অধিনায়ক ডি সিলভার মনে করেন, হোম সিরিজ দিয়ে নতুন চক্র শুরু করা তাদের জন্য দারুণ সুযোগ।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন কিছুটা আক্ষেপ ঝরলো ডি সিলভার কণ্ঠে। কেননা, সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দারুণ সুযোগ হারিয়েছে শ্রীলঙ্কা। তবে দুর্ভাগ্যবশত তারা সেটি করতে পারেনি। 

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের শেষ চারটি টেস্টের মধ্যে তিনটি জিতলেই ফাইনালে উঠতে পারতো শ্রীলঙ্কা। এর মধ্যে দুটি ছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর বাকি দুটি ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও তারা সব ম্যাচ হেরে ৬ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্র শেষ করেছে তারা। 

 

আরও পড়ুন: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির উন্মোচন পেছানোর কারণ কী?

 

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন চক্র। নতুন চক্রে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক ডি সিলভা। হোম সিরিজে পূর্ণ পয়েন্ট তুলে নেয়ার কথাও জানিয়েছেন তিনি। সিলভা মনে করেন, হোম সিরিজ দিয়ে নতুন চক্র শুরু করা তাদের জন্য দারুণ সুযোগ।  

 

‘ফাইনালে যাওয়ার আমাদের একটি বড় সুযোগ ছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। এমনকি গতকাল, যখন আমি ছেলেদের সাথে কথা বলেছি, আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে আমরা এই সপ্তাহে লর্ডসে কোথায় থাকতে পারতাম এবং কোথায় শেষ করেছি। যেহেতু আমরা একটি নতুন চক্র শুরু করছি, আমরা জানি যে আমাদের হোম সিরিজ জিততে হবে। আমাদের সেই সমস্ত পয়েন্ট তুলে নিতে হবে। হোম সিরিজ দিয়ে একটি নতুন চক্র শুরু করার এটি একটি দুর্দান্ত সুযোগ।’ 

 

এই মৌসুমে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ২০২৬ সালের মাঝামাঝি। সব মিলিয়ে, তারা এই চক্রে মাত্র ১২টি টেস্ট খেলবে। 

 

আরও পড়ুন: সিনিয়র ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্টে ধোনি ও নির্বাচকদের দায় দেখছেন যুবরাজের বাবা

 

ধনঞ্জয়া বলেছেন, ‘পেশাদার হিসেবে আমাদের কাজ হলো যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া। আমরা কাউকে দোষ দিতে পারি না। গত বছর আমরা কয়েকটি টেস্ট পেয়েছি, কিন্তু এই বছর আমরা পাইনি, এবং এটি আমাদের হাতে নেই।’ 

 

বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যের দলে ৬ জন নতুন খেলোয়াড়কে দলে নিয়েছে শ্রীলঙ্কা। এই খেলোয়াড়দের অনেকেই গত কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে দলে জায়গা করে নিয়েছেন। তাই তাদের নিয়ে আশাবাদী লঙ্কান অধিনায়ক। 

 

‘আমরা যে পরিস্থিতি পাই তার জন্য আমাদের প্রস্তুত করতে হবে। আমরা সম্প্রতি একটি ভাল ন্যাশনাল সুপার লিগ (শ্রীলঙ্কার প্রধান প্রথম-শ্রেণীর টুর্নামেন্ট) পেয়েছি, এবং এর মাধ্যমে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা এর মাধ্যমে কয়েকজন ভালো তরুণ খেলোয়াড়কেও চিহ্নিত করেছি। আমরা তাদের সঙ্গে এই যাত্রা শুরু করতে চাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন