বিশ্ব মানচিত্রে মালয়েশিয়ার প্রযুক্তি, নেপথ্যে বাংলাদেশি নাসিম মিয়া

৩ ঘন্টা আগে
বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরদের সম্মাননায় প্রতিষ্ঠিত ইয়োস্ট কেয়ার ফান্ডে এবার বাংলাদেশের আরও একটি গৌরবময় সংযোজন ঘটেছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাসিম মিয়া ১৩তম বাংলাদেশি হিসেবে এই সম্মানসূচক ফান্ডের আওতায় নির্বাচিত হয়েছেন। ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর, প্লাগইন ও থিম ডেভেলপার হিসেবে তার এই স্বীকৃতি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য এক অনন্য মাইলফলক।

ইয়োস্ট কেয়ার হচ্ছে একটি কমিউনিটি এপ্রিসিয়েশন রিওয়ার্ডস প্রোগ্রাম, যা বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ে স্বেচ্ছাসেবামূলক অবদানের স্বীকৃতি দেয়। এই সম্মাননার অংশ হিসেবে নাসিম মিয়া ৫০০ ইউরো সম্মানী, একটি ডিজিটাল সার্টিফিকেট এবং একটি ইয়োস্ট ব্যাজ পেয়েছেন, যা বিশ্বজুড়ে তার অবদানকে তুলে ধরবে। এই স্বীকৃতি নাসিম মিয়ার দীর্ঘদিনের পরিশ্রম এবং ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমের প্রতি তার নিবেদিত প্রচেষ্টার ফল।

 

নাসিম মিয়ার প্রযুক্তি যাত্রার সংক্ষিপ্ত চিত্র

 

নাসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের একজন উদ্যমী তথ্যপ্রযুক্তিবিদ। ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস করার পর ২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি লামিনার (এম) এসডিএন বিএইচডি-তে কর্মরত। পাশাপাশি, ২০১৫ সাল থেকেই তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করছেন। 

 

আরও পড়ুন: জোহর বাহরুতে কনস‍্যুলেট জেনারেল স্থাপন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

 

ওয়ার্ডপ্রেস প্রোফাইল অনুযায়ী, নাসিম মিয়া একজন দক্ষ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার, প্লাগইন ডেভেলপার, কাস্টম ওয়ার্ডপ্রেস সলিউশনার, রেস্পন্সিভ ওয়েব ডিজাইনার, এসইও অপটিমাইজার, ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজার এবং ট্রাবলশুটিং ও বাগ ফিক্সিং ক্যাডার। তার বহুমুখী দক্ষতা তাকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে একজন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

উদ্যোক্তা, প্রশিক্ষক ও কমিউনিটি গাইডার: নাসিম মিয়ার বহুমুখী অবদান

 

নাসিম মিয়া শুধু একজন দক্ষ ডেভেলপার নন, তিনি একজন উদ্যোক্তা, প্রশিক্ষক এবং কমিউনিটি গাইডার। ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর হিসেবে তিনি সরাসরি প্ল্যাটফর্মের উন্নয়নে অংশগ্রহণ করছেন। অসংখ্য ওয়ার্ডপ্রেস প্লাগইন ও থিম ডেভেলপ করেছেন এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের জন্য হাজারের বেশি ওয়েবসাইট তৈরি করেছেন। তার লক্ষ্য প্রতিটি ব্যবসাকে ডিজিটাল মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দেয়া, বিশেষ করে স্মার্ট ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে।

 

মালয়েশিয়ার ওয়ার্ডপ্রেস প্রযুক্তি কমিউনিটিতেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি ওয়ার্ডক্যাম্প অর্গানাইজার এবং লোকাল ওয়ার্ডপ্রেস মিটআপের অর্গানাইজার ও স্পিকার হিসেবে নিয়মিত কাজ করেন। নতুনদের সঠিক পথ দেখাতে মিটআপ ও ইভেন্ট আয়োজন করেন, যেখানে অভিজ্ঞ ডেভেলপাররা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করেন।

 

বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য এক অনুপ্রেরণামূলক অর্জন

 

নাসিম মিয়ার এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য এক অনন্য অর্জন। তার মতো প্রবাসী কন্ট্রিবিউটররা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বিশ্ব মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছেন। এই ধরনের স্বীকৃতি দেশের তরুণ তথ্যপ্রযুক্তিবিদদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং তাদের বিশ্বমানের অবদানে উৎসাহিত করবে। 

 

আরও পড়ুন: মালয়েশিয়া /১৭ অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার অভিযোগে বাংলাদেশির ১০ মাসের কারাদণ্ড

 

নাসিম মিয়ার এই গৌরবময় সংযোজন বাংলাদেশের প্রযুক্তি খাতের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত।

]]>
সম্পূর্ণ পড়ুন