ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহ সদরে সাপের কামড়ে লাকী খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে।


শিশু লাকী খাতুন ওই গ্রামের আকরাম হোসেনের মেয়ে। সে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।


আরও পড়ুন: বন্যার পানি কমার পর রান্নাঘরে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে ছোবল দেয়। শরীরে জ্বালা যন্ত্রণা শুরু করে বাবা-মাকে বলছে প্রথমে তারা শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় শিশুটি। লাকীর এমন মৃত্যুতে শোকাহত গ্রামবাসীসহ বিদ্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন