বিশ্ব ক্রিকেটে দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছে আফগানিস্তান। যদিও তাদের ক্রিকেট উন্নয়নের বড় চ্যালেঞ্জ মাঠ সমস্যা। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আফগানরা নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে তারা হোম সিরিজ খেলে।
অবশ্য এমন প্রতিকূল অবস্থার মধ্যেও ক্রিকেটে এগিয়ে যাচ্ছে আফগানরা। খেলাটার প্রতি ভালোবাসার কারণে এসিবির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ক্রিকেট দলকে শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে দিয়েছে আবুধাবি। আগামী ৫ বছর এই স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচগুলো খেলবে আফগানিস্তান। এ নিয়ে ইতিমধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেটের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
এডিসিএসএইচ প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশ্বমানের একটি হোম ভেন্যু দেয়া সম্মানের বিষয়। আমাদের ভেন্যুর সুবিধাগুলো ইতোমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে। এই চুক্তি বিশ্বব্যাপি খেলাধুলা ও ক্রিকেটের প্রতিভা বিস্তার করতে কাজে লাগবে। আমরা বিগত কয়েক বছর আফগানিস্তানকে আতিথ্য দিয়েছি। এখন আবুধাবিতে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে দিতে পেরে আমরা আনন্দিত।’
আরও পড়ুন: ২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়াম
চুক্তি অনুযায়ী আফগানিস্তান দল আবুধাবিতে ক্যাম্প করতে পারবে এবং আফগানিস্তানের ‘এ’ ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো জায়েদ স্টেডিয়ামে আয়োজন করতে পারবে এসিবি।
এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘এডিসিএসএইচের সঙ্গে যুক্ত হতে পারা আনন্দের বিষয়। আবুধাবির প্রিমিয়াম সকল সুবিধার ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় অর্জন। বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ের জন্য। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে পাওয়া ও বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।’