বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোপ ও আথানাজের ব্যাটে শতরানের জুটি গড়ে ক্যারিবীয়রা। ১১ ওভার শেষে ১০৫ রান করা ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ তৈরি করেন নাসুম আহমেদ। নাসুম প্রথম ওভারে এসেছিলেন পাওয়ার প্লের শেষ ওভারে। ১২ রান দেওয়ার পর ইনিংসের অষ্টম ও দশম ওভারে দেন যথাক্রমে ৯ ও ১১ করে। নিজের চতুর্থ ওভারটি করতে এসে প্রথম বলে এক রান দেন। দ্বিতীয় বলেই তুলে নেন আথানাজের উইকেট।
৩৩ বলে আথানাজ করেন ৫২ রান। পরের বলেই নাসুম তুলে নেন শেরফান রাদারফোর্ডের উইকেট। মিডলঅর্ডার ব্যাটার গোল্ডেন ডাক মারেন। রাদারফোর্ড আগের ম্যাচে ডাক মারেন তাসকিন আহমেদের বলে।
আরও পড়ুন: হংকং সিক্সেসে বাংলাদেশের অধিনায়ক আকবর
পরের ওভারে মোস্তাফিজুর রহমান তুলে নেন আথানাজের সঙ্গে ১০৫ রানের জুটি গড়া হোপের উইকেট। ৩৬ বলে ৩ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজ এখন ১৩ ওভারে ১১২ রান নিয়ে ব্যাট করছে। ২ রান নিয়ে রভম্যান পাওয়েল ও শূন্য রান নিয়ে ক্রিজে রয়েছেন জেসন হোল্ডার। পাওয়েল আগের ম্যাচে ২৮ বলে ৪ ছয়ে ৪৪ রান করেছিলেন।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·