হোটেল ভাড়ায় ব্যর্থ হলে হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: ধর্ম মন্ত্রণালয়

২ দিন আগে
এ বছর হজে যেতে আগ্রহী এক হাজারের বেশি হজযাত্রীর বাড়িভাড়া চুক্তি করতে পারেনি সংশ্লিষ্ট ২০টি এজেন্সি। সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ে বাড়িভাড়া না করায় তাদের এবার হজ পালন অনেকটাই অনিশ্চিত। বিকল্প হিসেবে স্বল্প সময়ের মধ্যে হোটেল ভাড়া করতে ব্যর্থ হলে দায়ী এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাড়িভাড়া চূড়ান্ত না হওয়ায় এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে, গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ মুসল্লি সৌদি আরব যাবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন। 

 

ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিগুলোর দেয়া তথ্য অনুসারে, ১৪ এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত এক হাজার ৪ জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট ২০টি এজেন্সি। সোমবার রাত থেকেই বাড়িভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। 

 

আরও পড়ুন: জাহান্নাম থেকে বাঁচার আমল ও দোয়া


ধর্ম মন্ত্রণালয় বলছে, তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে।

 

আগামী ২৯ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। এবারও হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

]]>
সম্পূর্ণ পড়ুন