হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শাহবাগের গণজমায়েত

২ সপ্তাহ আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য (শাহবাগের গণজমায়েত)।

শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে তারা শাহবাগ ছেড়ে আসেন।

 

আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চের ঘোষণা দিয়েছেন।

 

এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছিলেন তারা।

 

আরও পড়ুন: এক ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে মার্চ টু যমুনা: হাসনাত

 

এদিকে, বিকেলে গণজমায়েত থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি।

 

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

সংহতি জানিয়ে এ বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ ছিল এ মোড়ের চারপাশের সড়কের যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন