রমজানের আগে থেকেই বাজারে চড়া ছিল চালের দাম। পুরো রমজানজুড়েই ভোক্তাকে ভুগিয়েছে চালের বাজার, বিশেষ করে সরু চাল। তবে চলতি মে মাসের শুরুতেই দাম কমতে শুরু করেছে চালের বাজারে।
ব্যবসায়ীরা জানান, বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করায় বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন চাল। যার প্রভাবে চালের দাম কমতে শুরু করেছে।
চালের দাম কমার বিষয়ে হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন অধিকারী বলেন, চলতি মৌসুমে বিভিন্ন জেলাতে নতুন ধান কাটা শুরু হয়েছে। এরই মধ্যে নতুন ধানের চাল বাজারে আসতেও শুরু করেছে, যার প্রভাব পড়েছে দামে।
আরও পড়ুন: স্বস্তি ফিরছে চালের বাজারে
বর্তমানে হিলি বাজারে শম্পা কাটারি চিকন জাতের চাল ৭০ টাকা থেকে ৬৬ থেকে ৬৭ টাকা কেজি বিক্রি হচ্ছে। স্বর্ণা ৫৪ টাকা থেকে কমে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট জাতের চাল ৬৮ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকা।
হিলি বাজারে চাল কিনতে আসা ক্রেতা লোকমান বলেন, ‘চালের দাম যেভাবে বৃদ্ধি পায় সেভাবে কিন্তু কমে না। যতটুকু দাম কমছে তার থেকে আরও কমলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা চাই প্রতি কেজি চালের দাম ৫০টাকার নিচে থাক। তাহলে মধ্যবিত্ত ও গরিবের জন্য সুবিধা হবে।’
]]>