বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে স্থানীয়রা ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ড্রোনটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদক, ২ জনের জেল
হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এসময় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে তিনি পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায়।’
আরও পড়ুন: দিনাজপুরে বিদেশি সবজি স্কোয়াশ চাষে সাফল্য
এসময় এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
কিভাবে কোথা থেকে ড্রোনটি আসলো বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানান পরিদর্শক জাহাঙ্গীর আলম।