বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে খেলাফত মজলিস আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোনো কারণ নেই। তবে দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।
মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে ইসকন। এছাড়া তারা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তাই এ রকম সাম্প্রদায়িক উস্কানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করছি।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: ইসকনের ৭৬ জনের নামে মামলা
মামুনুল হক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের ইসলামি তাওহীদি জনতার উপর স্টিম রোলার চাপিয়ে নিষ্পেষিত করেছিল। ইসলামি জনতা ও আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীর ওপর লক্ষ লক্ষ গুলি বর্ষণ করা হয়েছিল। রাতের আঁধারে নির্যাতন করা হয়েছিল। আলেম সমাজ ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দানব সরকার হবেনা।
মামুনুল হক বলেন, বিগত এপ্রিল মাসে ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে হিন্দু অধ্যুষিত এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার সঠিক বিচার হলে চট্টগ্রামের আদালত চত্বরে আইনজীবী হত্যাকান্ডের ঘটনা ঘটতো না।
তিনি আরও বলেন, আমরা ইসকনের বিরুদ্ধে বার বার কথা বলেছি, সতর্ক করেছি। তবুও সরকার সজাগ হয়নি। তাইতো এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করার। যদি ইসকনকে আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজই ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
মামুনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অতি দ্রুত নির্বাচন দিন। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।
আরও পড়ুন: ইসকনকে নিষিদ্ধের দাবি আইনজীবীদের, চিন্ময়ের পক্ষে না লড়ার আহ্বান
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা শাহ্ আকরাম আলী, অপর উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা হেলালুদ্দীন সাহেব, উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা আবুল হুসাইন।
এর আগে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
পরে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুফতি শারাফত হুসাইনকে ফরিদপুর-১ আসন ও যুব মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানকে ফরিদপুর-৪ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন মামুনুল হক।
]]>