হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময়

৪ সপ্তাহ আগে
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টায় বেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।


সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জেলা পুলিশ কাজ করছে। কোনোভাবেই কাউকে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না। যদি কোনো গোষ্ঠী বা কুচক্রী মহল ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তা কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সময় কাজ করছে।’ 

আরও পড়ুন: ‘আমি শুধু মুসলমানদের নই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও উপদেষ্টা’


হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে তিনি বলেন, ‘আপনারা নিজেদের আলাদা মনে না করে সব সময় সব সমস্যা পুলিশকে জানান। পুলিশ আপনাদের পাশে থাকবে। জেলার সার্বিক পরিস্থিতির মূল লক্ষ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।’ 


সভায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, ডিআইও-১ মো. রাশেদুল হাসান, গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব, সদর থানার ওসি মো. ফয়সাল আতিক, সভায় হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন।


নেতারা বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম) নানা পদক্ষেপের প্রশংসা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন