হাসিনাকে ফেরতে অবশেষে দিল্লিকে চিঠি দিলো ঢাকা

৩ দিন আগে
জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার (২১ নভেম্বর) ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুই দিন আগে।

 

তবে, ঢাকার ভারতীয় দূতাবাস সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

 

আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কী বলল পাকিস্তান 

 

এরআগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি এবং রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। রায়ে তিনটি অভিযোগের বিপরীতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়। তবে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা এবং সত্য উন্মোচনে এগিয়ে আসায় সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে যে পথে হাঁটছে সরকার
 
 

পরে ওইদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, রাতে বা পরদিন সকালে শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেয়া হবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন