বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আকাশকে ও বাকিদের নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ইমাম হোসেন আকাশ, মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হওয়া ইমাম হোসেন আকাশকে পাহারা দিচ্ছিল দুই পুলিশ সদস্য। এ সময় আকাশকে পালাতে সাহায্য এক যুবক পুলিশের সঙ্গে কথা বলার ভঙ্গি করে কাছে আসে। এই সুযোগে আকাশ দৌড়ে ওয়ার্ড থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে।
ঘটনার পর পুলিশ মেডিকেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করে। তার নাম-পরিচয় এখনও জানানো হয়নি। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে অভিযান শুরু করে এবং বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলা থেকে ইমাম হোসেন আকাশসহ মোট ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আকাশের নেতৃত্বে সংঘবদ্ধ এক পেশাদার ছিনতাইকারী চক্র কাজ করছে। ছিনতাইয়ের সময় তারা ধারালো অস্ত্র ব্যবহার করে থাকে। চক্রের সদস্যরা পারিবারিকভাবে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত এবং তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ভৈরবে জরুরি ডিউটি পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
এদিকে, মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রামের বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আকাশ। স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, 'এরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের ব্যবহৃত অস্ত্র অত্যন্ত বিপজ্জনক। নগরীর বিভিন্ন থানা এলাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা চক্রটির অন্যান্য সদস্যদের ধরার জন্য অভিযান চালাচ্ছি।'

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·