বুধবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির।
পোস্টে তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: লাইভে রাফি /হাসনাত-সারজিসের গাড়িবহরে চাপা দেয়া ট্রাকটির মালিক পলাতক আওয়ামী লীগ নেতা
হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফিরছিলেন হাসনাত ও সারজিস।