হাসনাত-সারজিসকে হত্যা চেষ্টার অভিযোগে মধ্যরাতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

৪ সপ্তাহ আগে
চট্টগ্রামের চুনতি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ীতে ট্রাক চাপা দেয়ার ঘটনায় হত্যার চেষ্টা অভিযোগ এনে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার দিবাগত রাত (২৭ নভেম্বর)  সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের চক বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় এসে শেষ হয় ৷ পরে ওই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

 

এ সময় বক্তারা বলেন,  হাসনাত আবদুল্লাহ ও সারজিসকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করে এ দুর্ঘটনা ঘটানো হয়েছে। তরুণ নেতৃত্বকে মেধাশূন্য করার পায়তারা চলছে, আমরা তা করতে দিবো না।

 

আরও পড়ুন: ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তরায় উলামা পরিষদের বিক্ষোভ

 

সমাবেশে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বায়েজিদ হোসেন , আরমান হোসেন, ছাইয়েদুর রহমান রাফি ও তারেক রহমানসহ অনেকে।

 

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

 

হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

 

আরও পড়ুন: আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিক্ষোভ


এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন