হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে বের করা হয় মিছিল। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ ঘুরে আবারও বাংলামোটর এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্য পর্যন্ত আসেন তারা। সেখানে জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাতের ওপর হামলা ঘটনার পর রোববার (৪ মে) রাতেই ঘটনাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গাজীপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ৪
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি জাকির হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি ইয়াসিন আরাফাত এবং এনসিপির অন্যতম সংগঠক আব্দুল্লাহ মুহিম।

বক্তারা বলেন, ‘হাসনাত আবদুল্লাহর ওপর এই বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপির নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে ১০টায় নগরীর চাষাঢ়ায় রূপায়ন টাউনের সামনে থেকে মিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে সবাই সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান।
সমাবেশে নেতারা হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলার ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা। রোববার রাত ১০টায় বিশ্বিদ্যালয়ের মেইন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর তালাইমারী এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: গাজীপুরে সন্ত্রাসী হামলায় হাসনাতের হাত রক্তাক্ত
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহেও বিক্ষোভ হয়েছে। রোববার রাত ১০টার দিকে নগরীর টাউন হল মোড়ের জুলাই চত্বরে জড়ো হয়ে শ্লোগান দেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

এসময় তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি সারাদেশের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে, রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপি’র আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’
আরও পড়ুন: জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের পথের কাঁটা: জামায়াত আমির
সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।
]]>