সোমবার (২১ এপ্রিল) একাধিক সংবাদমাধ্যম জানায়, প্রতিরক্ষা প্রধান তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সাথে একটি গ্রুপ চ্যাটে ইয়েমেনে পরিকল্পিত বোমা হামলার তথ্য শেয়ার করেছেন। এরপর হেগসেথের প্রতি সমর্থন জানান ট্রাম্প।
আরও পড়ুন:ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
গত ১৫ মার্চ হুতিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার তথ্য আগেই প্রথম সিগন্যাল চ্যাটে ফাঁস করেন হেগসেথ। ওই গ্রুপে ভুল করে আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করা হয়েছিল।
দ্বিতীয়বার পরিবারের সদস্যদের কাছে হামলার পরিকল্পনা শেয়ার করলেন বলে অভিযোগ উঠল প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে। এরপর তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকে তাকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আবার শুরু হলো। শুধু সময়ের অপচয়। তিনি অনেক ভালো কাজ করছেন।’
ট্রাম্প আরও বলেন যে হেগসেথ, একজন সাবেক মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড অফিসার এবং ফক্স নিউজের উপস্থাপক ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, অনেকেই তার প্রতি অসন্তুষ্ট।
এদিকে, রোববার প্রকাশিত একটি উপ-সম্পাদকীয়তে, হেগসেথ গত সপ্তাহে যে চারজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন বা পদত্যাগ করতে বলেছিলেন, তাদের মধ্যে একজন জন উলিয়ট। তিনি প্রকাশ্যে হেগসেথের সমালোচনা করেছেন।
লিখেছেন, ‘সচিবের নেতৃত্বে পেন্টাগন ‘বিশৃঙ্খলা’ এবং ‘অরাজকতার’ মধ্যে রয়েছে।’
ট্রাম্প বলেন, ‘তারা কেবল নতুন গল্প বানাচ্ছে।’
আরও পড়ুন:মধ্যপ্রাচ্যে কি নতুন খেলা শুরু করতে যাচ্ছেন ট্রাম্প?
‘আমার মনে হচ্ছে অসন্তুষ্ট কর্মকর্তারা এসব করছে। তুমি জানো, তাকে অনেক অযোগ্য লোককে তাড়ানোর জন্য সেখানে রাখা হয়েছিল। সে এটাই করছে। তাই যখন তুমি এটা করবে, তখন সবসময় তোমার পাশে বন্ধুকে পাবে না।’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।
]]>