পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল লেস্টার। আক্রমণও তারা করেছে সিটির সমানে সমান। তবে গোল করতে ব্যর্থ হয় লিগে ১৮তম স্থানে থাকা লেস্টার। ম্যাচের ২১তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়ো।
ফিল ফোডেনের বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়ে আটকান লেস্টারের গোলরক্ষক। কিন্তু দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। ওই আলগা বল ফাঁকায় পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন সাভিনিয়ো। চলতি মৌসুমে সিটিতে যোগ দেয়া এই ব্রাজিলিয়ানের লিগে এটি প্রথম গোল।
আরও পড়ুন: ক্লিনশিটে শীর্ষে আর্সেনাল, শীর্ষে সর্বনিম্ন গোল হজমেও
দ্বিতীয় হাফে ভালো কিছু আক্রমণ করে লেস্টার। তবে তারা সিটির ডিফেন্স ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৭৪তম মিনিটে সিটি দ্বিতীয় গোল পেয়ে যায়। ডি ব্রুইনে কোনাকুনি পাসে বাঁ দিকে খুঁজে নেন সাভিনিয়োকে, আর তার ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে বল জালে পাঠান নরওয়ের তারকা হলান্ড। লিগে পাঁচ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন তিনি।
১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে লেস্টার।