হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৩ সপ্তাহ আগে
হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষার দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কেইপিজেড এলাকায় গিয়ে দেখা যায়, স্লোগানে মুখর রাজপথ। দাবি একটাই হাতির আক্রমণ থেকে বাঁচাতে হবে তাদের।

 

আন্দোলনকারীরা জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণে প্রতিনিয়ত মানুষ মরছে। কিন্তু নানা পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করছে না কর্তৃপক্ষ।

 

আবদুল গফুর স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের জীবনের নিরাপত্তা নেই। বার বার হাতির আক্রমণে মানুষ মরছে। আমরা এর সুরাহা চাই।’

 

আরও পড়ুন: ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান

 

এদিকে, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ। উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। শিশু কিশোর নিয়ে ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করেছেন অনেকে।

 

যান চলাচল বন্ধ থাকায় লোকসান ও নানা সমস্যার কথা জানালেন চালকরা। হালিম মিয়া নামে এক ট্রাকচালক জানান, ‘আজকে আর কোনো ইনকাম হবে না। তিন ঘণ্টা ধরে আটকে আছি। কখন যেতে পারবো জানি না।

 

গত ২২ মার্চ হাতির আক্রমণের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয় কর্ণফুলীতে। পরে তার বাবা মৃত শিশুকে নিয়ে রাস্তা অবরোধ করেন। গত ছয় বছরে শুধু আনোয়ারা, কর্ণফুলী আর বাঁশখালীতে হাতির আক্রমণে ১৯ জনের বেশি মানুষ মারা গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন