মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের সঙ্গে রাতভর দেনদরবার করে হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামি পলাতক রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে পুলিশ অভিযান চালিয়ে আসামির মা রুবিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়। পলাতক আসামি রবিন মিয়া (২২) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে রবিন মিয়া রাজশাহীর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের নভেম্বরে তারা পালিয়ে নেত্রকোনায় চলে আসে। একপর্যায়ে রবিনের পরিবার বিষয়টি মেনে নিলে তারা বাড়িতেই দাম্পত্য জীবন শুরু করে। এদিকে মেয়ের বাবা রাজশাহীর সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ওই মামলায় মেয়েটিকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করতে রাজশাহীর একটি পুলিশ দল মঙ্গলবার নেত্রকোনায় আসে। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে রবিনের বাড়িতে অভিযান চালিয়ে রবিনকে আটক করে পুলিশ হাতকড়া পরায়। এ সময় রবিনের পরিবারের সদস্যদের চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামি রবিন ও ওই তরুণীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা।
আরও পড়ুন: নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
পুলিশ বিষয়টি নিয়ে চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে রাতভর দেনদরবার করলেও ছিনিয়ে নেয়া যুগলকে ফেরত পায়নি। তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয়দের সহযোগিতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর বুধবার ভোররাতে স্বজন ও স্থানীয়রা সরে গেলে রবিনের মা রুবিনা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘নূরুলিয়া গ্রামের রবিন রাজশাহীর একটি মেয়েকে পরিবারের অমতে বিয়ে করে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ রবিনকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে। তবে একপর্যায়ে স্থানীয় লোকজন রবিনসহ মেয়েটিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পুলিশ আমাকে খবর দিলে আমরা তাদের বোঝানোর অনেক চেষ্টা করি। কিন্তু তারা আসামিকে পুলিশের কাছে সোপর্দ করেনি। শেষে পুলিশ এলাকা থেকে রবিনের মাকে আটক করে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ‘রাজশাহী থেকে ওয়ারেন্ট নিয়ে আসা পুলিশকে সদর থানা পুলিশ সহযোগিতা করে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় রবিনের মা আটক আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>
১ সপ্তাহে আগে
৫







Bengali (BD) ·
English (US) ·