মাদক নির্মূলের অঙ্গীকার বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের

৩ ঘন্টা আগে
নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সন্ত্রাসবাদ, চাঁদাবাজির মূলে মাদক, তাই মাদককে নির্মূল করতে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে দুর্গাপুর পৌরসভায় উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।


সকাল থেকে দুর্গাপুরের পথে প্রান্তরে বিভিন্ন পেশার মানুষের সাথে করমর্দন করেন, জনতার কাতারে নেমে তাদের সমস্যার কথা শুনেন এবং লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার কায়সার কামাল।


আরও পড়ুন: নেত্রকোনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী কায়সার কামাল


নির্বাচনে জয়ী হয়ে দায়িত্বশীল অবস্থানে যেতে পারলে মাদকমুক্ত, কিশোর-গ্যাংমুক্ত, ইভিটিজিং মুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন কায়সার কামাল।


এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা, ফ্যামিলি কার্ড প্রদান ও বেকার যুবকদের চাকরি প্রদানসহ নানাবিধ বিষয়ের অঙ্গীকার করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন