হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বড় ১০ দল

৩ সপ্তাহ আগে
কোয়ার্টার ফাইনালের মঞ্চে দ্বিতীয় লেগে বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরায় এগিয়ে আছে ডায়মানশাফট। সেমিফাইনালে পা রাখতে হলে প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে ইতালিকে।

রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ক্রোয়েশিয়া। প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরে আছে ফরাসীরা। তাই পরের রাউন্ডে যেতে হলে জয় পেতে হবে বড় ব্যবধানে। ম্যাচ দুটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। 

 

নেশন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মানি। কারণ ইতালি তাদের ঘরের মাঠে ডায়মানশাফটদের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। ঘরের মাঠে দ্বিতীয় লেগে আজ্জুরিদের আতিথ্য দেবে জার্মানরা।  

 

ডর্টমুন্ডে মাঠে নামার আগে ইতালি স্বস্ত্বি খুঁজতে পারে পরিসংখ্যান থেকে। এখন পর্যন্ত ৩৮ দেখায় ১৫ জয় আজ্জুরিদের আর ডায়মানশাফটরা জিতেছে ১০ ম্যাচে। যদিও বর্তমান সময়টা দারুণ কাটাচ্ছে জার্মানরা। নাগেলসম্যানের অধীনে দলও পার করছে দুর্দান্ত সময়। 

 

ইনজুরি সমস্যা নেই দুই দলেই। জার্মানরা একাদশ সাজাবেন সানে, মুসিয়াল,আদেমি আর নতুন সংযোজন ক্লেইনডেস্টদের নিয়ে। গোরেটজকা, রুদিগার, কিমিচ, স্কচটব্যাকরা আছেন দারুণ ছন্দে। 

 

আরও পড়ুন: হয়লুন্দের উদযাপনে রোনালদো বললেন ‘নো প্রবলেম’

 

আর ইতালির একাদশে দেখা যেতে পারে কিন, রাসপাদোরি, উদোগিই, তোনালি, রিচ্চি, বারেল্লা, বাস্তোনিদের। দোনারুম্মা থাকবেন গোলপোস্টের দায়িত্বে। তাই হাড্ডাহাড্ডি এক লড়াই দেখতে প্রস্তুত সিগনাল ইদুনা পার্ক।  

 

কিলিয়ান এমবাপের ফেরার দিনে ক্রোয়েশিয়ার কাছে ২-০ ব্যবধানে হারে ফ্রান্স। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা তাই দুঃস্বপ্নের মতো হয়ে আছে ফরাসীদের জন্য। আসরে টিকে থাকার পাশাপাশি সেমিফাইনালে পা রাখতে হলে ক্রোয়াটদের বিপক্ষে জিততে হবে অন্তত ৩-০ গোলের ব্যবধানে। যা কঠিন এক পরীক্ষাই বলতে হবে দিদিয়ের দেশমের জন্য। 

 

মুখোমুখি দেখার পরিসংখ্যানে বেশ এগিয়ে ফ্রান্স। ১১ দেখায় ৬টি জয় তাদের। আর ক্রোয়াটদের জয় মাত্র ২টি। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে দেশম বাহিনীর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। তাই তাদের সামনে সুযোগ ফরাসীদের হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয়ার। তবে ফ্রান্স ছাড় দিতে নারাজ। দেশম তার একাদশ সাজাতে পারেন আক্রমণ ভাগে এমবাপেকে রেখে। তার সঙ্গে বারকোলা, ডেম্বেলে, ওলিসদের নিয়ে। তাছাড়া চুয়ামিনি, কামাভিঙ্গা, হার্নান্দেজ, কুন্দে, সালিবারা আছেন নিয়মিত একাদশে। 

 

অন্যদিকে মদ্রিচকে কেন্দ্র করে ক্রয়োটদের আক্রমণ ভাগ। দলটাকে এক সুতোয় বেঁধে রেখেছেন এই ফুটবলার। তাছাড়া বুদিমির, ক্রামারিক, পেরিসিচ, কোভাসিকরা তো আছেন ম্যাচের মোড় পাল্টে দিতে। 

 

আরও পড়ুন: বড় শাস্তির শঙ্কায় ম্যানসিটি, ভীত নন হল্যান্ড

 

তেমন কোন ইনজুরি সমস্যা না থাকলেও, ম্যাচটা কঠিন হবে জ্লাতকো দালিচ বাহিনীর জন্য। কারণ স্তাদে দ্যা ফ্রান্সে অনুষ্ঠিত হবে ম্যাচ। তাই বাড়তি সতর্ক থাকতে হবে সফরকারীদের। গোল শূন্য ড্র কিংবা ১-০ ব্যবধানে হারলেও তাদের সামনে সুযোগ থাকবে সেমিফাইনালে পা রাখার। 

 

কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। প্রথম লেগে ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায়, এবার জয়ের কোন বিকল্প নেই তাদের সামনে। 

 

ভ্যালেন্সিয়ার মাঠে এ ম্যাচের আগে কিছুটা নির্ভার ডি লা ফুয়েন্তে। আগের ম্যাচে ড্র করলেও, শীষ্যদের নিয়ে আশাবাদী এ স্প্যানিশ। অনুশীলনে টানা ২২ প্রতিযোগিতামূলক ম্যাচে না হারার আত্মবিশ্বাস দৃশ্যমান ফুটবলারদের মধ্যে। 

 

ডাচরাও একেবারে ছেড়ে দেয়ার পাত্র নয়। কোম্যান জানেন, একটা গোলই বদলে দিতে পারে পরিস্থিতি। তাই তো সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন এই সাবেক বার্সা বস। আরেক হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বেলজিয়াম ও ইউক্রেন।

]]>
সম্পূর্ণ পড়ুন