শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম সময় সংবাদকে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিল সহকর্মীরা, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি
তিনি বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে হাইকোর্টের সামনে কোন যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই হামিদুল আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকতেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’
]]>
৩ সপ্তাহ আগে
১৩







Bengali (BD) ·
English (US) ·