ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ওয়াক অফ ফেম’-এর তালিকায় তারকার নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স। ২০২৬ সালের জন্য ঘোষিত এ তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ১০০ প্রার্থীর মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে হলিউড ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল। ৩৫ জন বাছাইকৃত সে তারকাদের একজন দীপিকা।
শুধু একজন অভিনেত্রী হিসেবে নন, ভারতীয় সংস্কৃতির একজন আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবেও দেখা যায় দীপিকাকে। ফ্যাশন শো, চলচ্চিত্র উৎসব, ক্রিয়াঙ্গনের আন্তর্জাতিক বড় মঞ্চেও দ্যুতি ছড়ান তিনি।
আরও পড়ুন: সালমানের বিগ বসে অবাক করবে এআই পুতুল হাবুবু
বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন অভিনেত্রীকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। ভক্ত ও অনুসারীদের সংখ্যাতেও এগিয়ে ভারতীয় এ তারকা।
আরও পড়ুন: পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে
বলিউড সিনেমা পেরিয়ে হলিউডের সিনেমাতেও পা রেখেছেন দীপিকা। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউড যাত্রা শুরু হয় তার। তাই সব মিলিয়ে বর্তমানে ‘গ্লোবাল আইকন’-এ পরিণত হয়েছেন বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রী।
]]>