হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

১ সপ্তাহে আগে
হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৯ ডিসেম্বর) র‍্যাব ৯ এর অভিযানে মাধবপুর থানাধীন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন মিয়া হবিগঞ্জ জেলার বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে।


জেলা সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুর ১টার দিকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আরও পড়ুন: রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। জব্দ করা আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন