হবিগঞ্জে বিষপান করলো প্রেমিক-প্রেমিকা

৪ সপ্তাহ আগে
হবিগঞ্জে প্রেমিকের জন্য বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রেমিকা লুৎফা আক্তার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে প্রেমিকার সামনেই বিষপান করেন প্রেমিক রিয়াদ মিয়া।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সদর উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে দুজনই সদর হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

 

স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের লুৎফা আক্তার (১৮) তার প্রেমিক রিয়াদের জন্য বৃহস্পতিবার বিকেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে যান প্রেমিক রিয়াদ। সেখানে প্রেমিকার সামনেই তিনিও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২ সন্তানসহ মায়ের বিষপান

 

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাজীব ভট্টাচার্য্য জানান, দুজনেই হাসপাতালে ভর্তি আছেন। তবে রিয়াদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

]]>
সম্পূর্ণ পড়ুন