হবিগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

২ দিন আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওড়ে বোরো ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার শিবপাশা হাওড়ে এ ঘটনা ঘটে।


মৃত শ্রমিকরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মনিরুল ইসলাম (২৫) ও একই উপজেলার কপিল উদ্দিন (৫০)।


আরও পড়ুন: নেত্রকোনার হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


এলাকাবাসী জানান, সকালে শিবপাশা পার্শ্ববর্তী হাওড়ে বোরো ধান কাটতে যান শ্রমিকরা। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।


বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল হাছান। 

]]>
সম্পূর্ণ পড়ুন