হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

২ দিন আগে
হবিগঞ্জে বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আন্নর আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আন্নর আলী একই ইউনিয়নের সোনামপুর গ্রামের বাসিন্দা।


টেঁটাবিদ্ধ অন্য দুজন হলেন: একই গ্রামের উমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয়রা জানান, উপজেলার সোনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার বিকেলে উভয়পক্ষ দলবল সহকারে স্থানীয় রত্না নদীর তীরে সংঘর্ষে জড়ায়। মুখোমুখি অবস্থান নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। এতে আন্নর আলীসহ তিনজন টেঁটাবিদ্ধ হলে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যায় আন্নর আলীর অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: কুষ্টিয়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯, ভাঙচুর


এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাবিব মিয়া জানান, নিহত আন্নর আলী কোনো পক্ষের লোক ছিলেন না। তিনি তৃতীয়পক্ষ হিসেবে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।


এ নিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোনামপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন