হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল

২ সপ্তাহ আগে
জুলাই-আগস্টে গণভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (০৪ মে) রুলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মোজাম্মেল বাবুর আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি।

 

জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

ওইদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

 

আইনজীবী নাজমুস সাবিক তুষ্টি সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যার মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর জামিন চেয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন।

 

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেয়া হয়। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন